December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 26th, 2023, 10:42 am

বিয়ানীবাজারে সংবাদ সম্মেলনে প্রবাসীর কান্না: জমিজমা নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজারে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক ব্রাজিল প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী ফয়সল আহমদ জানান, উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে বিভিন্ন দাগে থাকা তাদের পারিবারিক মোট ২২ শতক জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। তার পিতা দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তারা দুই ভাইও প্রবাসে চলে যান। এই সুযোগে মূল্যবান এই জমি বেদখল হয়ে যায়। সম্প্রতি প্রবাসী ফয়সল আহমদ দেশে এসে বেদখলীয় জমি উদ্ধার করার চেষ্টা করলে তার উপর কয়েক দফা হামলা করা হয়। একপর্যায়ে তিনি আদালতে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষুব্দ হয়ে দখলবাজরা গত ২১ মে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এতে তার এক হাতের বাহুর সংযোগ আলাদা হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতে পৃথক মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলায় রাব্বি, সামি, অমি ও অনিকে আসামী করা হয়েছে। তারা সবাই বারইগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
হাতে বেন্ডেজ নিয়ে কান্না বিজড়িত কন্ঠে ফয়সল আহমদ অভিযোগ করেন, তার বাড়িতে যাতায়াতের রাস্থা অবরুদ্ধ। কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেও তিনি সেখানে বসবাস করতে পারছেন না। অন্যের বাড়ির রাস্থা ব্যবহার করে তার পরিবারের সদস্যরা চলাফেরা করেন। এমন অমানবিক অবস্থা নিয়েও অপপ্রচার চালাচ্ছে দখলবাজরা। জমিজমা দখলের পাশাপাশি তারা কবরস্থানের উপর দিয়ে রাস্থা নির্মাণের কাল্পনিক প্রচারণা চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

কবরস্থানের উপর দিয়ে রাস্থা নির্মাণে তাদের কোন সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি বলেন, প্রভাবশালীরা তাদের বসতঘরের পাশে মাটি কেটে বসতঘর ধসিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। সার্বিক বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, ডিআইজিসহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তার পিতা ফারুক উদ্দিন ও মাতা ছুরেতুন নেছা উপস্থিত ছিলেন।