October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 18th, 2023, 10:01 am

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৬ ঘন্টা প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।

বুধবার রাত ৯টা থেকে উপজেলার পূর্ব মূরাদপুর গ্রামের প্রেমিক রিয়াদ মিয়ার বাবা মোস্তফার বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা।

জানা যায়, আরিতপুর এলাকার স্বামী পরিত্যাক্তা শিরিনা আক্তার মেঘলার একটি ছেলে বাচ্চা আছে। তিনি বলেন, রিয়াদ আমার আগের সংসার নষ্ট করেছে এবং তারা মৌখিক ভাবে বিয়েও করেছে।এখন আমি তার সাথেই সংসার করবো। তার পরিবারের লোকজন তাকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে ছেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবার বিয়ের কথা অস্বীকার করে নাম সর্বস্ব একটি তালাকের নোটিশ সংগ্রহ করেছে।

এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়নের কাজী মওলানা আবু তাহের বলেন,তারা ঢাকায় বিয়ে করার কথা আমার কাছে স্বীকার করেছে। দেনমহরের ২০ হাজার টাকা বুঝে দিয়ে একতরফা তালাক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।