September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 7:56 pm

বিয়ের পর স্বাধীনতা বেড়েছে: সালমান

অনলাইন ডেস্ক :

চলতি বছর ৩০ এপ্রিল বিয়ের খবর জানিয়েছেন সালমান মুক্তাদির। ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেছেন তিনি। এরপর স্ত্রীসহ বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। বৃহস্পতিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে স্ত্রীসহ এসেছিলেন সালমান মুক্তাদির। ‘বার্বি’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে এসেছিলেন তারা। হয়েছেন গণমাধ্যমের মুখোমুখি। বিয়ের পর জীবন কেমন যাচ্ছে-এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘বিয়ে করলে মানুষের স্বাধীনতা নষ্ট হয় সেটা ভুল। বরং বিয়ের পর আমার স্বাধীনতা বেড়েছে। আগে আমি ডিনার করতাম তাড়াহুড়ো করে, কিন্তু এখন স্বাধীনতা বেড়েছে, কাজ করতে পারছি। আমার স্ত্রী আমার কাজে হেল্প করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলব, লাইফ হচ্ছে পারপাস ফুলফিল করা। আমার লাইফে যদি আমি সবসময় মানুষের স্বপ্ন, স্টাবলিশমেন্ট নিয়ে কমেন্টস করে থাকি, দোষ ধরে থাকি সেটা তাহলে আমার লাইফ বৃথা। আমার লাইফে আমি কী চাই, নিজে কী পরিবর্তন আনতে চাই, নিজের জন্য কী চাই-সেটা যদি স্টাবলিশ করতে পারি তাহলে সেটা হবে মিনিংফুল লাইফ।’ স্ত্রী দিশা ইসলামের প্রশংসা করে সালমান মুক্তাদির বলেন, ‘আমি তো ওয়ার্কহোলিক ছিলাম। বিয়ের আগে ওকে বলছিলাম, আমি স্লো হয়ে যাচ্ছি। বিয়ের পর কাজে অনেক গতি বেড়েছে। এখন কাজের প্রতি অনেক লোভী হয়ে গেছি। মনে হচ্ছে এক দিনে সব কাজ করতে হবে। আমার ওয়াইফ আমার কাজে অনেক হেল্প করে। তাই ব্যস্ততার মধ্যে ক্লান্ত হলেও ভালো লাগে।’