October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 7:02 pm

বিরতিতে ‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ডস

অনলাইন ডেস্ক :

হলিউডের ব্যস্ততম তারকাদের একজন রায়ান রেনল্ডস। এবছর তার দুটি ছবি মুক্তি পেয়েছে। সফলতাও পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘রেড নোটিশ’। হাতে আছে ‘ডেডপুল থ্রি’ সহ বেশ কয়েকটি ছবির কাজ। এর মাঝেই অভিনেতা জানালেন, অভিনয় থেকে কিছুদিন বিরতি নেবেন তিনি। রায়ান রেনল্ডস বর্তমানে কমেডি-মিউজিক্যাল ছবি ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ এর শুটিং করছেন। শেষ করেছেন ‘স্পিরিটেড’-এর কাজ। তবে কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন অভিনেতা। সম্প্রতি সামাজিক মাধ্যামে এক পোস্টে রায়ান লিখেছেন, ‘স্পিরিটেড এর কাজ শেষ করলাম। এরকম কঠিন কাজের জন্য তিন বছর আগেও প্রস্তুত ছিলাম কিনা জানি না। গান, নাচ, স্যান্ডবক্সে খেলা, সব মিলিয়ে যেন স্বপ্ন পূরণ হলো আমার। এটি অক্টাভিয়া স্পেন্সারের সঙ্গে আমার দ্বিতীয় ছবি।’ অভিনেতা আরও লিখেছেন, ‘কিছুটা বিরতি নেয়ার এটাই উপযুক্ত সময়। শিল্পী ও নির্মাতাদের মিস করবো।’ রায়ান রেনল্ডস কর্মবিরতিতে যাচ্ছেন জানার পর থেকে ‘ডেডপুল থ্রি’ ভক্তরা দুশ্চিন্তায় পড়েছেন। অভিনেতা আগেই জানিয়ে দিয়েছেন আগামী বছর শুরু হবে ছবির শুটিং। তিনি এবার কতদিনের বিরতিতে যাচ্ছেন তা না জানানোর কারণে এই সংশয় তৈরি হয়েছে।