October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 6:58 pm

বিরতিহীন শুটিং করছেন আইরিন

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর নতুন ছবির কাজ শুরু করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা। করোনা পরিস্থিতি ও বিভিন্ন কারণে মধ্যে লম্বা সময়ের বিরতি নেন এ নায়িকা। তবে গত মাসে ‘দ্য পেপার’ ছবির মাধ্যমে নতুন ছবির কাজে ফেরেন তিনি। এদিকে সম্প্রতি এ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। এর শুটিংয়ে অংশ নিচ্ছেন আইরিন। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এ ছবিতে আইরিনের নায়ক মামুনুল ইমন। এর আগে এ ছবির শুটিং হয়েছে ঢাকা, রাজশাহীর বিভিন্ন স্থানে। এদিকে নতুন এ ছবির শুটিংয়ে টানা অংশ নেয়া প্রসঙ্গে আইরিন বলেন, এখানে ভিন্নধর্মী এক আইরিনকে আবিষ্কার করতে পারবেন দর্শক। এমন চরিত্র আগে করিনি। আমাকে কয়েকটি শেডে দেখা যাবে। একইসঙ্গে কখনো থ্রিলার, রোমান্টিক আবার প্রতিবাদী ভূমিকায় দেখবেন দর্শক। অনেক দিন ধরেই সিনেমাটির প্রস্তুতির মধ্যে রয়েছি। এখন শুটিং হচ্ছে। আশা করছি ভালোভাবে এর শুটিং শেষ করতে পারবো। এদিকে, আইরিন মাঝে দীর্ঘ সময় বিরতিতে ছিলেন। নতুন ছবির কাজ করেননি। তবে এ নায়িকা জানিয়েছেন একেবারেই নিজের ইচ্ছাতেই তিনি এই বিরতি নিয়েছেন। আইরিন বলেন, আসলে এমন কোনো কারণ নেই যেটা আসলে ঘটা করে জানাবো। আমি কিছু কারণে বিরতি নিয়েছিলাম। তবে এবার তো কাজ শুরু করেছি। আশা করছি ভালো কিছু ছবি দর্শকদের উপহার দিতে পারবো। এদিকে, আইরিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘গন্তব্য’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘হৃদ মাঝারে’ নামের ছবিটি। এদিকে, তার হাতে রয়েছে জেসমিন আক্তার নদী পরিচালিত ‘চৈত্রদুপুর’সহ কয়েকটি ছবি। নতুন সিনেমা প্রসঙ্গে আইরিন বলেন, কয়েকটি সিনেমার প্রস্তাব আছে। সেগুলোর চিত্রনাট্য পড়ে ভালো লাগছে, করবো। আমার কোনো তড়িঘড়ি নেই। কাজ করতেই হবে তেমন না। আমার পছন্দ হলেই কেবল নতুন সিনেমা করবো।