October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 8:04 pm

বিলবাওকে রুখে দিল ভালেন্সিয়া

অনলাইন ডেস্ক :

টানা তৃতীয়বারের মতো কোপা দেল রের ফাইনালে ওঠার স্বপ্নে বড় একটা ধাক্কা খেয়েছে আথলেতিক বিলবাও। সেমি-ফাইনালের প্রথম লেগে দলটিকে তাদেরই মাঠে রুখে দিয়েছে ভালেন্সিয়া। আগের সব রাউন্ড ছিল এক লেগের। শেষ ষোলোয় বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ এবং কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় বিলবাও। দুই জায়ান্টকে হারিয়ে বাকি চার দলের মধ্যে সবচেয়ে ফেভারিট হয়ে ওঠে তারা। সান মামেসে বৃহস্পতিবার রাতে শুরুটাও ভালো করে বিলবাও, ৩৭তম মিনিটে এগিয়ে যায় রাউল গার্সিয়ার হেডে। কিন্তু আটবারের চ্যাম্পিয়ন ভালেন্সিয়াকে ৬৫তম মিনিটে সমতায় ফেরান হুগো দুরো। আগামী ২ মার্চ ফিরতি লেগ হবে সবশেষ ২০১৯ সালের চ্যাম্পিয়ন ভালেন্সিয়ার মাঠে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বারের চ্যাম্পিয়ন বিলবাও গত দুই আসরে ফাইনালে উঠেও জিততে পারেনি শিরোপা। আগের দিনের প্রথম সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল বেতিস ২-১ গোলে হারায় রায়ো ভাইয়েকানোকে।