October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 9:07 pm

বিলাল এরদোয়ানের সঙ্গে বৈঠক আনোয়ার ইব্রাহিমের

অনলাইন ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ছেলে বিলাল এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত মঙ্গলবার কুয়ালালামপুরে মিলিত হন তারা। বুধবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে আনোয়ার বলেন, বুধবার (৭ ডিসেম্বর) কুয়ালালামপুর সফররত বিলাল এরদোয়ান ভাইকে স্বাগত জানানো হয়েছে। ইনশাআল্লাহ মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরালো হবে। ব্যবসায়ী বিলাল এরদোয়ান তুর্কিয়ে প্রেসিডেন্টের দ্বিতীয় পুত্র। গত ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। এদিন সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগেই এরদোয়ানের ফোন পান তিনি। ১০ মিনিটের ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, কঠিন সময়গুলোতে ভাই হিসেবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। উল্লেখ্য, ২০১৮ সালে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর তাকে অভিন্দন জানিয়েছিলেন আনোয়ার। এ সময় এরদোয়ানের বিজয়কে ‘ইসলামি বিশ্বের বিজয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।