বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
—ইউএনবি
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নিহত ও পঙ্গু হওয়া সংখ্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ
দেশের নদীগুলোর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে তলদেশে পলিথিনের স্তর