October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 21st, 2021, 6:49 pm

বিশিষ্ট ক্রিকেট কোচ জালাল চৌধুরী মারা গেছেন

দেশের বিশিষ্ট ক্রিকেট কোচ ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পল ইউএনবিকে বলেন, জালাল আহমেদ চৌধুরী আজ সকালে মারা গেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আনোয়ার খান মডার্ন হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে নেয়া হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

৭০ ও ৮০ এর দশকে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন জালাল আহমেদ। তিনি বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। একজন কোচ হিসেবে তিনি অনেক তরুণকে ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিতে অনুপ্রাণিত করেছেন।

—ইউএনবি