November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 3rd, 2023, 8:06 pm

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের মেলা

অনলাইন ডেস্ক :

চার বছরের অপেক্ষার পালা শেষ হতে চলছে। এক দিন পরই ভারতে বসতে যাচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে সব শেষ আসর শেষ হয়েছিল সেখান থেকেই আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর। তবে ম্যাচ শুরুর এক দিন আগেই অর্থাৎ আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত হবে ওয়ানডে বিশ্বকাপের। বুধবার ৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঐ দিন ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। এর আগে আজ সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে এদিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় সেই দলের অধিনায়করা আহমেদাবাদে উপস্থিত হবেন ক্যাপ্টেনস ডেতেই। এদিকে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমক করে তুলতে যেমন থাকবেন একঝাঁক বলিউড তারকা, তেমনি থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করবেন বলিউড তারকা রণবীর সিং। এ ছাড়া থাকবেন তামান্না ভাটিয়ারও। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোঁসলেও থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের তথ্য দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ১১ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই খবর শোনার পর থেকেই তো সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল।

গত মাসেই ওডিআই বিশ্বকাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। সেই থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। সেখানেই শেষ পর্যন্ত কোনো অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে, তা তো সমই বলবে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে, অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কর্মযজ্ঞ ততই বাড়ছে। পারফরমারদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াও চলছে জোরেশোরে। যারা উদ্বোধনী ম্যাচের টিকিট কেটেছেন, তারা সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠান দেখার।