September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:33 pm

বিশ্বকাপের লাইনআপ চূড়ান্ত

অনলাইন ডেস্ক :

ভারতে হতে যাওয়া অক্টোবরের বিশ্বকাপের লাইনআপ চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে দিয়ে। বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লঙ্কানরা, আর রানার্সআপ হয়েছে ডাচরা। ফাইনালের পরদিন সোমবার এই টুর্নামেন্টের সেরা দল ঘোষণা হয়েছে, যেখানে প্রত্যাশিতভাবে দুই দলের খেলোয়াড়দের দাপট। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস থেকে তিন জন করে খেলোয়াড় বাছাইয়ের সেরা দলে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কার দুই বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানার সঙ্গে এই দলে আছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। নেদারল্যান্ডসের অলরাউন্ডার বিক্রমজিত সিং ও বাস ডি লিড সঙ্গী হিসেবে পেয়েছেন তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। অপ্রত্যাশিতভাবে বাদ পড়া জিম্বাবুয়েরও তিন ক্রিকেটার এই দলে আছেন।

ব্যাটার শন উইলিয়ামস, অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গী বোলার রিচার্ড এনগারাভা। একাদশে অন্য দুই খেলোয়াড় স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও ক্রিস সোল। সেরা একাদশ: পাথুম নিসাঙ্কা (৬৯.৫০ গড়ে ৪১৭ রান), বিক্রমজিত সিং (৪০.৭৫ গড়ে ৩২৬ রান ও ৬ উইকেট), ব্র্যান্ডন ম্যাকমুলেন (৫২ গড়ে ৩৬৪ রান ও ১৩ উইকেট), শন উইলিয়ামস (১০০ গড়ে ৬০০ রান ও ৩ উইকেট), বাস ডি লিড (৪৭.৫০ গড়ে ২৮৫ রান ও ১৫ উইকেট), সিকান্দার রাজা (৬৫ গড়ে ৩২৫ রান ও ৯ উইকেট), স্কট এডওয়ার্ডস (৬২.৮০ গড়ে ৩১৪ রান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২ উইকেট), মাহিশ ঠিকশানা (২১ উইকেট), ক্রিস সোল (১১ উইকেট), রিচার্ড এনগারাভা (১৪ উইকেট)।