October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 7:44 pm

বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ : সুজন

অনলাইন ডেস্ক :

ক্রিকেটের দীর্ঘ এবং সংক্ষিপ্ত- দুই ফরম্যাটেই বাংলাদেশের দুর্বলতা প্রকট। দেশে নেই কোনো কার্যকরী হার্ডহিটার। বড় রান তুলতে হিমশিম খেতে হয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে বাংলাদেশ জয় মোটে ৫টি। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতি নেই। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সেমিফাইনালে দেখছেন সাবেক অধিনায়ক তথা বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আগামী রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। দলের কাছে প্রত্যাশা নিয়ে সুজন সাংবাদিকদের বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, তারা নিজেদের খেলাটা খেলবে। আমি বলছি, বাংলাদেশ সেমি-ফাইনাল খেলবে বলে বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব? আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’ সম্প্রতি দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে গেছে টাইগাররা। সুজন আরও বলেন, ‘এর আগে ভারতের কাছে এই সংস্করণে জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার আছে। টপ অর্ডার জ¦লে উঠলে… লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ, তারা যদি জ¦লে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’