অনলাইন ডেস্ক :
মেয়েদের বিশ্বকাপে ইতিহাস তৈরি করলো দক্ষিণ আফ্রিকা- একটি নয়, দুটি। বিশ্বমঞ্চে প্রথমবার কোনো ম্যাচ জিতলো তারা। আর এই জয়ে শেষ ষোলোতেও উঠে গেলো তারা। গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট ইতালিকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউটে দলটি। আগের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে জিততে গিয়েও শেষ মুহূর্তে দুটি গোল খেয়ে পয়েন্ট হারায় আফ্রিকানরা। শুধু ড্র করলেই চলতো ইতালির, পেয়ে যেতো শেষ ষোলোর টিকিট। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে থেম্বি কাতলানার শক্তিশালী শট জাল কাঁপালে তাদের হৃদয় ভেঙে যায়।
দশম মিনিটে কারাবো ধলামিনি ইতালি ফরোয়ার্ড চিয়ারা বেকারিকে বক্সের মধ্যে ফেলে দেন। পেনাল্টি থেকে কারুসো আত্মবিশ্বাসী শটে গোল করেন। ৩২তম মিনিটে বেনেডেত্তা ওরসির আত্মঘাতী গোলে দক্ষিণ আফ্রিকা সমতা ফেরায়। গোলকিপার ফ্রান্সেস্কা দুরান্তের অবস্থান না বুঝেই তাকে ব্যাকপাস দিতে গিয়ে বিপত্তি বাঁধান তিনি। ৬৭তম মিনিটে কাতলানার নিখুঁত পাস ধরে হিলদাহ মাগাইয়া দক্ষিণ আফ্রিকাকে লিড এনে দেন। কারুসো সাত মিনিট পর কর্নার থেকে গোল শোধ দেন। স্বস্তির সুবাতাস বইছিল ইতালির ক্যাম্পে। কিন্তু মাগাইয়ার পাস থেকে বক্সের মধ্যে দাঁড়ানো কাতলানা লক্ষ্যভেদ করে চমকে দেন ইতালিকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা