October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 8:22 pm

বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। সবগুলো দলই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর শেষ হবে প্রস্তুতিমূলক ম্যাচ। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম হবে ম্যাচগুলো। ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও আরও দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। হায়দারাবাদে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিরুবানানথপুরম খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একই দিন তিরুবানানথপুরমে খেলবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। ২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের ভেন্যু তিরুবানানথপুরম।

প্রস্তুতিমূলক ম্যাচের শেষ দিন, ৩ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হলো- আফগানিস্তান-শ্রীলঙ্কা, ভারত-নেদারল্যান্ডস এবং পাকিস্তান-অস্ট্রেলিয়া। প্রস্তুতিমূলক সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২ টায়। দলে থাকা ১৫ জন ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।