October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:09 pm

বিশ্বকাপ আসরে শ্রাবণ্য

অনলাইন ডেস্ক :

ক্রিকেট সিরিজ মানেই চিকিৎসক শ্রাবণ্যর হাসিমুখ দেখার সুযোগ মেলে! চেম্বারে নয়, টিভি পর্দায়। আর সেটি যদি হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, তবে তো সেই হাসি আর চওড়া। রোববার শুরু হওয়া বিশ্বকাপ টি-টোয়েন্টি আসরের পুরোটাজুড়ে শ্রাবণ্য তৌহিদকে টিভি দর্শকরা পাবেন বিশেষ আয়োজনে। প্রতিটি ম্যাচের আগে ৩০ মিনিট ধরে গল্প করবেন বিশেষ অতিথিদের সঙ্গে। শোয়ের নামটাও তেমনই ‘৩০ মিনিট বাকি’। আর এই শোয়ের ভেতরেই শ্রাবণ্যর নেতৃত্বে হবে ‘গলি কাপ’ নামের বিশেষ টুর্নামেন্ট! শ্রাবণ্য জানান, অন্যান্য ক্রিকেট আয়োজনে ম্যাচ শুরু হওয়ার আগে সচরাচর যা দেখা যায় টিভিতে, ‘৩০ মিনিট বাকি’ তার চেয়ে খানিক আলাদা। গলি, উঠান কিংবা বাসার ছাদে ক্রিকেট খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেটের এই টান, চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। আর সেই স্মৃতি বিজড়িত গলির ক্রিকেটকে সবার সামনে তুলে ধরার জন্য ‘৩০ মিনিট বাকি’র প্রথম ১৫ মিনিটে থাকছে ‘গলি কাপের’ মতো দুর্দান্ত আয়োজন। এই লাস্যময়ী সঞ্চালক বলেন, ‘এখানে কোনও প্রফেশনাল খেলা হবে না, হবে সেই ক্রিকেট যেটাকে আমরা সবাই ভালোবাসি, যেটা দেখে আমরা স্মৃতিচারণ করতে পারি। যেখানে জোরে বল করা যায় না, ছক্কা মারলে আউট হওয়ার ভয় থাকে, যেখানে ছোট-বড় সবাই একসাথে খেলায় মেতে ওঠে। আমরা এই শোতে সেই খেলাটাই ফিরিয়ে দিতে যাই দর্শকদের।’ অনুষ্ঠানের বাকি ১৫ মিনিটের মাঝে থাকবে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত, যাতে ভর করেই সেজেছে আজকের জনপ্রিয় ক্রিকেট। কখনও ক্রিকেট বরপুত্র ব্রায়ান লারাকে নিয়ে কথা হবে, কখনও আলাপে উঠে আসবে মাশরাফি-মোস্তাফিজ। ‘৩০ মিনিট বাকি’ অনুষ্ঠানের মধ্যে ম্যাচ শুরুর অপেক্ষা যখন শেষ পর্যায়ে এসে দাঁড়াবে, তখন চলবে আসন্ন ম্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। ম্যাচের লাইন-আপ, আইকনিক প্লেয়ারদের নিয়ে আলোচনা এবং সবশেষে ম্যাচ নিয়ে প্রেডিকশন। একসাথে ক্রিকেটের জন্য অপেক্ষা করার ভিন্নধর্মী এই অভিজ্ঞতা নিতে চাইলে ‘৩০ মিনিট বাকি’ থাকতেই বসে যেতে হবে টি-স্পোর্টস ও জিটিভির সামনে, শ্রাবণ্য তৌহিদার সঙ্গে।