অনলাইন ডেস্ক :
পুরুষ ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছর কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়েছেন লিওনেল মেসিরা। পুরুষ ফুটবলের র্যাংকিংয়েও শীর্ষ দলটির নাম আর্জেন্টিনা। পুরুষদের জয়জয়কার থাকলেও আর্জেন্টিনার নারী ফুটবলের অবস্থা করুণ। কোনো জয় ছাড়াই চলমান নারী ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা দল। নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আকাশি-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে গোল করে সুইডেনের ২-০ গোলের জয় নিশ্চিত করেন এলিন রুবেনসেন। এই হারে তিন ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। এবারের আসরে কোনো জয় নেই তাদের। একমাত্র পয়েন্টটি পেয়েছে ড্র থেকে। ‘জি’ গ্রুপে সবার নিচে আর্জেন্টিনার অবস্থান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা