অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য বুধবার ছিল ছুটি। সেই ছুটিতে গলফ খেলতে গিয়ে হাত কেটে ফেলেন জস ইংলিস। গলফ ক্লাব ভেঙে হাত কেটেছে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটারের। বিকেলে জসকে হাসপাতালেও নেওয়া হয়। বড় কোনো চিড় ধরা না পড়লেও আঘাতের যেটুকু তীব্রতা, তাতে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইংলিসকে। অর্থাৎ বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। বুধবার সকালে ইংলিসকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাঁর বিকল্প হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। ইংলিস অবশ্য দলের মূল উইকেটরক্ষক নন। ম্যাথু ওয়েডের চোটেই শুধু খেলার সুযোগ হতো তাঁর। গত বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন। এবারের টুর্নামেন্টের আগে মোটে তিনটি ম্যাচ খেলতে পেরেছেন। এর আগে, গলফ-কা-ে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ঠিক দল ঘোষণার দিন গলফ খেলতে গিয়ে পা মচকে যায় তাঁর।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’