September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 31st, 2021, 7:40 pm

বিশ্বকাপ দলে তামিমের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক :

ধীরে ধীরে এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগেই বিশ্বকাপ দল ঘোষণার কথা শোনা গিয়েছিল। কিন্তু সেটা হবে সিরিজের মাঝপথে। গতকাল প্রেস ব্রিফিংয়ে কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, সিরিজের আগে দল ঘোষণা করলে ক্রিকেটাররা নিশ্চিন্তে খেলতে পারত। আজ অধিনায়ক মাহমুদউল্লাহও একই মত জানালেন। ম্যাচপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘দল মোটামুটি নিশ্চিত। কোচ আর আমার মধ্যে কথা হয়েছে, মনে হয় যে নির্বাচকেরা টিমটা খুব দ্রুত দিয়ে দেবেন। এটা হয়তো ভালো হতো যদি সিরিজের আগে দল দিয়ে দেওয়া হতো। তাহলে হয়তোবা খেলোয়াড়েরা নির্ভার থাকতে পারত। তবে এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা এবং মাঠে আমরা কতটুকু ক্রিকেট খেলতে পারি, ওই জিনিস নিয়ে চিন্তা করা উচিত।’ নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। ওই দিনটিই হলো বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন। ইনজুরির কারণে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিনটি সিরিজ মিস করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনিও বিশ্বকাপ কি দলে থাকবেন? এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা তো আমার ও কোচের মধ্যে আলোচনা হয়েছে। নির্বাচকেরাও আছেন, আর সম্ভবত আপনারাও খুব শিগগির জানতে পারবেন, কী হতে যাচ্ছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’