October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 11th, 2023, 8:14 pm

বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউ জিল্যান্ড

অনলাইন ডেস্ক :

ইনজুরি থেকে উঠে দাঁড়ানোর লড়াই করা কেন উইলিয়ামসনকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউ জিল্যান্ড। ১৫ জনের দলটির নেতৃত্বও দেওয়া হয়েছে তাকে। ফিন অ্যালেনের চেয়ে উইল ইয়াংকেই তারা গুরুত্ব দিয়েছে। পেসার কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে প্রত্যাশিতভাবে বাদ পড়েছেন। তারা ইনজুরিতে ইংল্যান্ড সিরিজেও খেলছেন না। চুক্তির বাইরে থাকা জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট জায়গা পেয়েছেন। বোল্টে সঙ্গে পেস বিভাগে টিম সাউদি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি আছেন।

স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল গোড়ালির ইনজুরিতে আক্রান্ত, এ কারণেই জায়গা পেয়েছেন নিশাম। তার সাথে আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেল। আইপিএলে পাওয়া এসিএল চোটের সাথে লড়ছেন উইলিয়ামসন। তার ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত। তার অনুপস্থিতিতে টম ল্যাথাম নেতৃত্ব দেবেন। গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, মিচেল ও মার্ক চাপম্যান প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পেলেন। প্রথমবার সিনিয়র বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন রাচিন ও ইয়াং।

স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (সহঅধিনায়ক, উইকেটকিপার), ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেন স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং।