December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 27th, 2023, 8:25 pm

বিশ্বকাপ প্রসঙ্গে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক :

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা। প্রকাশ হয়ে গেছে চূড়ান্ত সূচিও। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের। ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এবার বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার  (২৭ জুন) আইসিসির সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’ বাংলাদেশ দল নিয়ে আত্মবিশ্বাসী জানিয়ে তামিম বলেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী।

ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।’ ওয়ানডে বিশ্বকাপকেই সেরা বলে অভিমত দিয়ে টাইগার অধিনায়ক জানান, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’