নিজস্ব প্রতিবেদক:
ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরেছিলেন সৌম্য সরকার। দেশে ফিরে মিরপুরে কয়েকদিন অনুশীলন করে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নামেন বাঁহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেরে দারুণ এক ইনিংস উপহার দিলেন তিনি! চার নম্বরে নেমে ৮৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। অবশ্য তিনি যখন ইনিংসটি খেলেছেন, তখনও পাকিস্তান সিরিজের দল বিসিবি ঘোষণা করেনি। কিন্তু দল ঘোষণার পর তার হতাশাই কাজ করার কথা! পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলে যে জায়গা হয়নি তার! অবশ্য তাকে যে রাখা হবে না। এমন একটা আভাস আগে থেকেই ছিল। তবে টেস্টে তাকে বিবেচনা করা হবে কিনা, সেটি নিশ্চিত নয়। এখন মঙ্গলবার খুলনার হয়ে খেলা তার ইনিংসটা হয়তো নির্বাচকদের নতুন করে ভাবাবে! বিকেএসপিতে সিলেট বিভাগকে ১৩২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। সৌম্যর ৫৭ রানের পর নাহিদুলের ৬৪ রানের ইনিংসে ভর করে খুলনা ১৮৩ রান করতে পারে। ৫১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করছে সিলেট। ৮৭ বলে ৭ চারে সৌম্য ৫৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। অন্যদিকে নাহিদুল ১০৮ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। সিলেটের দুই বোলার আবু জায়েদ রাহী চারটি ও খালেদ আহমেদ তিনটি উইকেট নিয়েছেন। বাকি তিনটি উইকেটের মধ্যে এবাদত হোসেন দুটি ও শাহনুর রহমান একটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
শেষ ম্যাচ ও বিশ্বকাপ নিয়ে যা বললেন শান্ত
নিগারদের হাত ধরে বাংলাদেশের প্রথম পদক
বিপিএলের দশম আসরে দল পেলেন না যারা