October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 12th, 2023, 7:50 pm

বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে শেষ ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় কিছু করে দেখাতে পারেনি। তাতে নিউজিল্যান্ড নিশ্চিতভাবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে। সর্বশেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে শ্রেয়তর রান রেটে সেমিতে এক পা দিয়ে রেখেছিল কিউই দল। সেমির জন্য ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো। তাহলেই কিউইদের রানরেট টপকাতে পারতো পাকিস্তান। কিন্তু ইংল্যান্ড শুরুতে ব্যাটিং নেওয়ায় সেই সম্ভাবনা মুহূর্তেই মিলিয়ে গেছে।

তার পর ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৭ রান করায় অসম্ভব এক সমীকরণের সামনে ছিল তারা। ৪০ বলের মধ্যে তিনশোর বেশি রান করা লাগতো। যদিও পাকিস্তান ম্যাচটা হেরেছে ৯৩ রানের ব্যবধানে। ফলে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে গত দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ড। যা গত বিশ্বকাপের পুনরাবৃত্তি। মুম্বাইয়ে ম্যাচটা হবে বুধবার। তার একদিন পর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।