October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:27 pm

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ হেটমায়ার

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার শিমরন হেটমায়ারকে। একবার নয়, দুইবার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট মিস করেছেন তিনি। তাই হেটমায়ারকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। হেটমায়ারের পরিবর্তে উইন্ডিজ দলে ডাক পেয়েছেন শামারাহ ব্রুকস। সোমবার ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়ার বিমান ধরেছিল। কিন্তু হেটমায়ার ওই দিন না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। বোর্ডও তা মেনে নিয়ে ওই দিনের টিকিট বুকিং দেয়। কিন্তু হেটমায়ার দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি বিমান ধরতে পারছেন না। উইন্ডিজ বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেন, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনো কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যেতে সমস্যা থাকলে দলে তার বদলি ঘোষণা ছাড়া আর কোনো পথ নেই। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতির জন্য দলের স্বার্থে আমরা কোনো কিছুতে আপোশ করবো না। ’