November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 7:55 pm

বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন ভারতের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানানন্দ

অনলাইন ডেস্ক :

২০১৩ সালে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। এরপর আরও চারবার জিতেছেন বিশ্বসেরার খেতাব। সেই কার্লসনই এবার হেরে গেলেন ভারতের ইতিহাসের ইতিহাসের কনিষ্ঠতম এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানানন্দ। সেই সঙ্গে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে কার্লসনকে হারালেন ১৬ বছর বয়সী প্রজ্ঞানানন্দ। একটি অনলাইন চ্যাম্পিয়নশিপে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ৩৯ মুভের দুর্দান্ত এক ম্যাচে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। কার্লসেনকে হারানোর পর সামাজিক মাধ্যমগুলোতে শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রজ্ঞানানন্দ। ভারতীয় ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকার থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ভারতীয় দাবার প্রতিভাবান ভবিষ্যৎ কা-ারিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভাল লাগার আবহ বাড়লেও আপাতত নিজের খেলাতেই মনঃসংযোগ করার কাজ চালিয়ে যেতে যান প্রজ্ঞানানন্দ। এবিপি নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সবথেকে কম বয়সী হিসেবে কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ু স্বীকারও করে নিলেন যে কথা। প্রজ্ঞানানন্দ দুর্দান্ত এই জয়ের ব্যাপারে বলেন, ‘আগের দিনটা খারাপ গিয়েছিল। তাই খোলামনে খেলতে নেমেছিলাম। আক্রমণাত্মক খেলব শুধু এটুকুই ভাবনা ছিল। চেষ্টা করে যাচ্ছিলাম নিজের সেরা মুভগুলো খেলতে। বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে একটা ম্যাচেই সব নির্ভর করে না। এই খেলার থেকে শিক্ষা চলতি টুর্নামেন্টে ও পরে কাজে লাগাতে চাইব।’
ভারতের প্রথম দাবা বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র প্রজ্ঞানানন্দ। ১৬ বছরের প্রজ্ঞানানন্দ এর আগে ২০১৮ সাল ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের এই দাবাড়ু। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিলেন তিনি। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি।