অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৮০ হাজার ৬১১ জনে পৌঁছেছে।
বিশ্বে মোট ৪৭৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৪৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৩ হাজার ২৮৩ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৫৯৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ১৮৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৯ জনে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে: পররাষ্ট্রমন্ত্রী
দ্বাদশ জাতীয় নির্বাচন: ২৮৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জাপার
আকস্মিক বৃষ্টিপাতের মধ্যেই গুজরাটে বজ্রপাত, নিহত ২০