অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে বেশ ভয়াবহভাবে। চীনে সহস্র বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা ও বৃষ্টিপাত, ইউরোপ আমেরিকার দেশগুলোতে রেকর্ড তাপপ্রবাহ বা দাবানল আবারো আলোচনায় নিয়ে এসেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে।
এবার এ সম্পর্কিত সবচেয়ে বড় রিপোর্ট প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ১৪ হাজারের বেশি গবেষণাপত্র পর্যালোচনার মাধ্যমে সংস্থাটির ক্লাইমেট প্যানেল তৈরী করেছে এই রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বর্তমান অবস্থাসহ আসছে দশক গুলোতে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেগুলোও উঠে আসবে এই রিপোর্টে।
বিজ্ঞানীরা বলছেন রিপোর্টের তথ্যগুলো খুব ভালো কিছু নয়। বড় ধরনের বিপর্যয় ও দূষণ কমাতে এসব তথ্য বিশ্ব নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করবে বলেও জানান তারা।
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিন ভাইয়ের মৃত্যু
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক
স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: ড. ইউনূস