October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 8:41 pm

বিশ্বনাথের খাজাঞ্চীতে নৌর্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী’র সমর্থনে ১৯ জানুয়ারী বুধবার ৭নং ওয়ার্ডে গণ সংযোগ শেষে রাতে রঘুপুর গ্রামে ছুরত মিয়ার বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মজর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এএইচএম ফিরোজ আলী।
প্রধান অতিথি’র বক্তব্য ফিরোজ আলী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী একজন সৎ ও জনদরদী মানুষ। তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানালে গরিবের হক নষ্ট হবে না,বরাদ্ধ টাকা লুট হবে না, ভাতা বিতরনে নিজের ফায়দা নিবে না, চেয়ারম্যানের চেয়ারের অপমান হবে না। তাই দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়নের উন্নয়ন ও অসহায় মানুষের মূখে হাঁিস ফুটাতে আরশ আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।
২নং খাজাঞ্চী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী তার বক্তব্যে বলেন, ইউনিয়নবাসীর খেদমত করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিলাম, আপনাদের ভোটের অবমূল্যায়ন হবে না, আমি ইউনিয়নের উন্নয়ন করবো। প্রয়োজনে নিজের তহবিল থেকে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। সরকার কর্তৃক বরাদ্ধের টাকা যদি আমার পকেটে যায়, তাহলে সেটা হারাম হবে। আমি আপনাদের একটি টাকাও নষ্ট করবো না। যা বরাদ্ধ আসবে তা থেকেও বেশি উন্নয়ন করবো, ইনশা আল্লাহ।
বৈঠকের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আলা উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী গোলাম আলী, রইস আলী, ইসলাম আলী, হুসিয়ার আলী, আব্দুল হক, সেলিম মিয়া, আব্দুল কুদ্দুস, খলিল মিয়া, শাহ সিদ্দিকুর রহমান, তৈমুছ আলী, মাওলানা আব্দুল কাদির প্রমুখ।