October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 12:59 pm

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫১ লাখের কাছাকাছি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৯ লাখ ২০ হাজার ৫৮৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫০ লাখ ৯৫ হাজার ৪৩৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৭৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৬২ হাজার ৯৫৪ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২২৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৩৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৩ হাজার ২৪৫ জনে।