অনলাইন ডেস্ক :
সিরিজের প্রথম দুই ম্যাচেই হার। নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কার মেয়েরা সিরিজের তৃতীয় বা শেষ টি-টোয়েন্টিটি খেলতে নেমেছিল হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা নিয়ে। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কান মেয়েরা এই ম্যাচটাই জিতলো বিশ্বরেকর্ড গড়ে। মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটের জয়ের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কার মেয়েরা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড গড়েছিল ৯ উইকেটে ১৪০ রানের পুঁজি। আর কোনো নারী দলই এত বেশি রান তাড়া করে ১০ উইকেটে জিততে পারেনি। পি সারা ওভালে শ্রীলঙ্কান মেয়েরা সেটা অনায়াসেই করেছে মূলত চামারি আতাপাত্তুর বিস্ফোরক ব্যাটিংয়ের কল্যাণে। ১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুটি ছক্কা ও ১৩ চারের সহায়তায় মাত্র ৪৭ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
সঙ্গে অন্য ওপেনার হারশিতার ৪০ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসের সুবাদে কোনো উইকেট না হারিয়ে ১৪.৩ ওভারেই শ্রীলঙ্কা পৌঁছে যায় লক্ষ্যে। বিশ্বরেকর্ডের পাশাপাশি আরো এক গাদা রেকর্ড জুটেছে আতাপাত্তুদের ঝুলিতে। মজার বিষয় হলো, শ্রীলঙ্কান মেয়েরা নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ভেঙে দিয়েছে। মেয়েদের টি-টোয়েন্টিতে এতোদিন সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটে জয়ের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের ১৩৬ রান তাড়া করে বিনা উইকেটেই জিতেছিল তারা।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’