October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 8:10 pm

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের পাশে নবী

অনলাইন ডেস্ক :

আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে নিজের নাম যোগ করেছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।
সমান ২৭১ পয়েন্ট নিয়ে সাকিব ও নবী যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। বুধবার আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে চলমান বিশ্বকাপে পরপর দুই অর্ধশতক করে টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিং এ শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। এছাড়া একই ফরম্যাটে শীর্ষ বোলার হয়েছেন লঙ্কান ল্যাগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা।