October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 1:42 pm

বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে একদিনে সাড়ে চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় ছয় হাজার রোগীর।

রবিবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে চার লাখ ৫৩ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ১০ লাখ ২৬ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৯৪ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮২ লাখ ১ হাজার ৮৪০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৬ হাজার ৫১৭ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ১৮৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৭ হাজার ৯৩৩ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৫৫ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৫ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে পৌঁছেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬২ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।