অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৮ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৩২ হাজার ৩৪৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৯ হাজার ১২৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৮ হাজার ৬৪৮ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২১ হাজার ৯৮২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭০ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৯ হাজার ৫০৮ জন।
আরও পড়ুন
গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ২৫
এক হালি লেবুর দাম ১০০ টাকা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণে আর্থিক তহবিলে টাকা জমলেও প্রদানের উদ্যোগ নেই