অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪০২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ১০ হাজার ৩২৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ২৭ লাখ ২৭ হাজার ৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৩ হাজার ৬২৪ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৪৯৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে।
আরও পড়ুন
ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানালো হামাস
চীনা ফ্লু ও শ্বাসকষ্ট : ভারতের ছয় রাজ্যে সতর্কতা জারি
খরার পর ভয়াবহ বন্যার কবলে কেনিয়া, নিহত ১২০