October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 1:33 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৩৫ কোটি ছুঁইছুঁই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ এবং মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৮ হাজার ৬২৩ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২২ হাজার ৯৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৯ লাখ ৬০ হাজার ২০৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৮৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৯২ লাখ ১২ হাজার জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ৪২২ জনে।