October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 7:32 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৫২ কোটি ৭৬ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৭৬ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩৩১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫০ লাখ চার হাজার ৪৩৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জন।

রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৭১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪১৩ জনে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস রবিবার সর্তকবার্তায় বলেছেন, মহামারী করোনা ‘এখনও শেষ হয়নি’।

বৃহস্পতিবার বৈশ্বিক পরিস্থিতির ওপর এপি এক সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মার্চের শেষের দিক থেকে কয়েক সপ্তাহ সংক্রমণে কমলেও নতুন করে করোনাভাইরাস স্থিতিশীল হয়েছে বলে মনে হচ্ছে, তবে সামগ্রিকভাবে সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা কমেছে।