অনলাইন ডেস্ক :
সর্বশেষ বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৩৬৮ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ ১৭ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৬২ লাখ ৭১ হাজার ২৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩২ হাজার ৮৬২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৫৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৪১ জনে।
আরও পড়ুন
কোরবানির হাটের জন্য প্রস্তুত খুলনার ৩২ মণের ‘কালো মানিক’
৪১৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট ছাড়লো
টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের