November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 3rd, 2022, 1:22 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৫ কোটি ৪০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৪০ লাখ ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৩৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৪১ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশেটিতে করোনা ভাইরাসে মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪১৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৫০৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ১৬৮ জনে।