অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৯৬ লাখেরও বেশি।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৩১ হাজার ৬১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৭ হাজার ৮৮১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে।
আরও পড়ুন
তিন দশকে বিপৎসীমা ছাড়াবে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা আইনে স্বাক্ষর করছেন বাইডেন
ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ সিরিয়ায় পৌঁছেছে