অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ সাত হাজার ১৮৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি আট লাখ এক হাজার ৫০৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯০ হাজার ২০৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৫৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২২ হাজার ছয় জনে।
আরও পড়ুন
আমদানি-রপ্তানি পর্যায়ে বাড়ছে রাজস্ব ঘাটতি
কুলাউড়ায় ঝড়ে দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্রে পতনের মুখে ২০০ ব্যাংক