October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 21st, 2022, 1:43 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি তিন লাখ ৫৮ হাজার ৮১৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৭০ হাজার ৯২৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারত এবং ব্রাজিল রয়েছে। দুই দেশে যথাক্রমে চার কোটি ৪০ লাখ এবং তিন কোটি ৪০ লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৯ এবং ছয় লাখ ৮২ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৮৯০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৯ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক কার্যালয়গুলোর পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকা এ পর্যন্ত ২০ কোটি ৯ লাখ এবং ১৫ কোটি এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে, এর পাশাপাশি যথাক্রমে ১৯ লাখ ৬৫ হাজার ৭৮৬ এবং ২৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে, প্রতিবেদন সিনহুয়া।

বিশ্বের অন্য দেশের তুলনায় এই দুটি দেশে আক্রান্ত ৭২ শতাংশের এবং মৃত্যুর ৭৫ শতাংশেরও বেশি।