অনলাইন ডেস্ক :
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ২০৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৯ হাজার ৮৪১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮১ হাজার ৭০৮ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৩৩৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪৮৭ জনে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু