September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 1:08 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ৬০ লাখের কাছাকাছি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৬০ লাখের কাছাকাছি পৌঁছেছে। বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ১১৩ জনে পৌঁছেছে। এছাড়া, এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬৫৭ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৪ লাখ ৯৫৯ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বুধবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৬৩৮ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৭৭ জনে।