অনলাইন ডেস্ক :
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ২২ হাজার ৯৬৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৫২ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৪২৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৭৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৮ হাজার ৪৩৪ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৭৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২০ লাখের অধিক সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জনে।
আরও পড়ুন
দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারি কর্মচারী আচরণবিধি সংশোধনের উদ্যোগ
ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
সহিংসতায় উসকানি: শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের দুই এমপি গ্রেফতার