অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি পাঁচ লাখ ৪১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ২৪ হাজার ২৮৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৬ হাজার ৪৯৬ জন।
শুক্রবার অফিসিয়াল মনিটরিং অ্যান্ড রেসপন্স সেন্টার জানিয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৬৮ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে, এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ১০ লাখ ৭৮ হাজার ৬৫৪ জন। এবং মৃত্যু তিন লাখ ৩৪ হাজার ৩৯।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ১০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ এক হাজার ১৪৩ জন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে: পররাষ্ট্রমন্ত্রী
দ্বাদশ জাতীয় নির্বাচন: ২৮৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জাপার
রাজনৈতিক অস্থিরতায় মারাত্মক ক্ষতির মুখে পর্যটন খাত