অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃত্যু প্রায় ৬০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৪২১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৭০ হাজার ২৮১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৭ লাখ ১৭ হাজার ২১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭০ হাজার ৮০৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ চার হাজার পাঁচ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ২৮১ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৭ হাজার ৯৮ জন।
আরও পড়ুন
ইউএনওদের উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: হাইকোর্ট
উখিয়ায় মাটি চাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু
একদিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারি: ট্রাম্প