অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃতের সংখ্যা প্রায় ৬০ লাখের কাছাকাছি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ২৫৫ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৯৮ হাজার ৮৫৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৬৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৫৮ হাজার ৬২১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৬২ হাজার ৯৫৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৩৬ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫২ হাজার ৪৩৮ জন।
আরও পড়ুন
ডলারের অস্বাভাবিক দামে রেমিট্যান্স প্রবাহে হুন্ডি তৎপরতা বাড়ার আশঙ্কা
আমিরাতে গ্যাস বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের নাগরিক নিহত, আহত ১২০
রমনার বটমূলে বোমা হামলা: নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার