অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজার ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৮৪৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৫০ হাজার ৩১৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪০ হাজার ৭৯২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৩৩১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে।
আরও পড়ুন
জলবায়ু সহনশীল প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করার তাগিদ
ভারতীয় সমাজকর্মী নিখিলকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন ঘোষণা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস