অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ১৮ হাজার ছাড়ালো। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২০২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ১৮ হাজার ৯৯৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৬০৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৩ হাজার ৩৬৯ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৫৮৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৫১ জনে।
আরও পড়ুন
ভারতের ত্রিপুরার উপনির্বাচনে গেরুয়া ঝড়
বরফ আবৃত ম্যামথের শাবক উদ্ধার কানাডায়
শ্রীলঙ্কায় এক লিটার ডিজেল ৪৬০ রুপি, পেট্রোল ৫৫০ রুপি