অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৩৬ হাজার ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ২৫ লাখ তিন হাজার ৬০৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩৬ হাজার ৫৯২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ১৮০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৫১৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৯২ জনে।
আরও পড়ুন
অভিযোগ যাচাই-বাছাইয়ে দুদকের কোনো বিধি নেই
পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের জন্য উপযুক্ত জবাব: প্রধানমন্ত্রী
টেস্টে আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ