September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 3rd, 2022, 1:30 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬৪ লাখ ২৩ হাজারের বেশি

ফাইল ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৬৪ লাখ ২৩ হাজারেরও বেশি।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৬৭১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ২৩ হাজার ৪২২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪০ লাখ ৬০ হাজার ৬৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৩০ জনে।

বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুসারে চীনে হাইনান প্রদেশে ১২টি এবং গানসুতে ১০টিসহ মূল ভূখণ্ডে ৩৮টি করোনা সংক্রমণের খবর দিয়েছে।

এদিকে, সিঙ্গাপুর মঙ্গলবার নতুন করে ১০ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, এই নিয়ে দেশেটিতে আক্রান্তে সংখ্যা ১৭ লাখ ২৮ হাজার ৯৯৫।

একই সময় আরও চার জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা এক হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।